সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা

Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ঘন বসতিপূর্ণ এলাকায় জঞ্জালের স্তূপ উপচে পড়েছে রাস্তায়। জঞ্জালে বুজেছে রাস্তা সংলগ্ন পুকুরের অধিকাংশ। ফেলা হচ্ছে মরা জীবজন্তু। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে হুগলি চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের জোড়া ঘাট লেন এলাকায়। অভিযোগ, একাধিকবার জানানোর পরেও নির্বিকার কাউন্সিলর। শুধু ওই ওয়ার্ড ছাড়া শহরের অন্য কোথাও এই সমস্যা নেই, জানিয়েছেন পুরপ্রধান। 

 

চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত এই ওয়ার্ড। জোড়া ঘাটের অপরপ্রান্তে জোড়াঘাট লেন সোজা গিয়ে পৌঁছেছে চুঁচুড়া জেলা হাসপাতালে। গোটা রাস্তা অপরিষ্কার, একাধিক জায়গা নোংরা হয়ে রয়েছে। ওই রাস্তা সংলগ্ন এলাকায় বাস করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে, রাজ্যের প্রাক্তন উপসচিব, সরকারি উচ্চপদস্থ আমলা সহ বহু বিশিষ্ট মানুষ। জোড়াঘাট সংলগ্ল এলাকায় রয়েছে একাধিক সরকারি অফিস। সেই অফিসগুলির সামনেও একাধিক জায়গায় নোংরা হয়ে রয়েছে। 

 

স্থানীয় প্রীতি তালুকদার জানিয়েছেন, ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার করার কোনও বালাই নেই। কোনও মাসে একবার, কোনও মাসে আবার সেটাও হয় না। মাঝে মাঝেই মরা কুকুর বেড়াল এখানে ফেলে দেওয়া হয়। গোটা এলাকা দুর্গন্ধে ছেয়ে যায়। বাড়ির একদম পাশে তাই দরজা জানালা বন্ধ করেও ঘরে টেকা যায় না। মাঝে মাঝে জঞ্জালে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। কাউন্সিলরকে বলে কোনও লাভ হয় না। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। তাঁরা বলেছেন পরিষ্কারের প্রসঙ্গ তুললেই কাউন্সিলর কর্মীদের স্ট্রাইক ইত্যাদি নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান। 

 

রাজ্য সরকারের প্রাক্তন উপসচিব স্থানীয় বাসিন্দা অজিত বসু বলেছেন, তাঁর বাড়ির সামনে একটি পুকুর ছিল। দীর্ঘদিন ধরে সেই পুকুরের গা ঘেঁষে জঞ্জাল ফেলা হচ্ছে। জঞ্জালের সেই স্তূপ উপচে পুকুরে পড়ছে। সম্প্রতি আবার গাছ কেটে ডালপালাও সেখানে ফেলা হয়েছে। এভাবে চলতে থাকায় বর্তমানে পুকুরের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। তিনি বলেছেন, এটা ইচ্ছাকৃত কিনা তিনি জানেন না। নোংরা আগাছায় পরিপূর্ণ পুকুর এখন আর দৃশ্যমান নয়। তবে ওই পুকুরের উপর এলাকার নিকাশি অনেকটাই নির্ভরশীল। পুকুর বুজে গেলে এলাকায় নিকাশি নিয়ে চরম সংকট দেখা দেবে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সমীর সরকার কোনও কথা বলতে চাননি। 

 

হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন, পুরসভার অন্য কোনও ওয়ার্ডে এই সমস্যা নেই। ওই ওয়ার্ড সমস্যার কারণ কাউন্সিলর, তিনি নিজের কাজটা ঠিক করে করেন না। পুরসভা তো এভাবে কোনও ওয়ার্ডে গিয়ে সাফাই করতে পারে না, এটা সম্ভবও নয়। ওটা কাউন্সিলরদের কাজ। সাফ সাফাই নিয়ে ওই ওয়ার্ড থেকে আগেও অনেক অভিযোগ এসেছে। পুকুরের বিষয়টিও তিনি দেখছেন।

ছবি পার্থ রাহা।


#Hooghly# Westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24